বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর পক্ষ হতে দুই অর্থ বছরের কোম্পানির মুনাফার শ্রমিক অংশীদারিত্ব তহবিলের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর অংশ বাবদ ৫,১১,৯০,৪১৯/- (পাচঁ কোটি এগার লক্ষ নববই হাজার চারশত উনিশ) টাকার ১টি চেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর নিকট ২২-১২-২০২০ তারিখে বাংলাদেশ সচিবালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির জেনারেল ম্যানেজার (এইচ আর) জনাব মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে সিবিএ’র ০৪ জন প্রতিনিধি হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর পক্ষ সিবিএ’র সভাপতি জনাব সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর সকল কর্মকর্তা, কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বপরায়ণতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে কোম্পানির উন্নতিরধারা উত্তরোত্তর অব্যাহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর জেনারেল ম্যানেজার (এইচ আর) জনাব মোঃ আকতার হোসেন মাননীয় প্রতিমন্ত্রী-কে মন্ত্রণালয়ের কর্মকান্ডের বহুবিধ কর্মব্যস্ততার মাঝেও উক্ত চেক গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও সুস্বাস্থ্য কামনা করেন। বর্তমানে দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর মহামারির মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার রুপকল্প ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি তেলের নিরবছিন্ন সরবরাহ অব্যাহত রাখার ক্ষেত্রে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টা এবং দেশপ্রেম, কর্তব্য ও দায়িত্ব পালনের বিষয়টি মাননীয় প্রতিমন্ত্রী-কে অবহিত করেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ধৈর্য্য সহকারে বিষয়গুলো শোনেন এবং সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।