Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০১৯

এলপিজি বিক্রিতে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড এর সঙ্গে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর চুক্তি


প্রকাশন তারিখ : 2019-08-20

সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে কোম্পানির নিবন্ধিত ফিলিং স্টেশনসমূহে জ্বালানি তেল বিক্রির পাশাপাশি এলপিজি (অটোগ্যাস) রি-ফুয়েলিং স্টেশন এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রূপান্তর ওয়ার্কশপ স্থাপনের মাধ্যমে এলপিজি বিক্রির নিমিত্তে     অদ্য ২০ আগস্ট, ২০১৯ ইংরেজি সকাল ১১:৩০ ঘটিকায় পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড, ৮২২/২, রোকেয়া সরণী, ঢাকা-১২১৬ এর সাথে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর একটি চুক্তি সম্পাদিত হয়েছে। পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব নাফিস কামাল এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মীর সাইফুল্লাহ-আল-খালেদ এ চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি অনুযায়ী প্রতি লিটার এলপিজি বিক্রয়ের বিপরীতে অত্র কোম্পানি ০.৫০ টাকা হারে রয়েলটি প্রাপ্য হবে।